• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

সনাতন রীতি অনুযায়ী কাহারোলে বট-পাকুড়ের বিয়ে! 

প্রকাশিত: ১০ মার্চ ২০২২  

দিনাজপুরের কাহারোল উপজেলায় মহাধুমধামে ভিন্নধর্মী এক বিয়ের আয়োজন করা হয়েছে। পাত্রপাত্রী হিসেবে ছাদনাতলায় রয়েছে বট আর পাকুড় গাছ। গতকাল বুধবার দুপুরে উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউপির গড়নুরপুরে ভিন্নধর্মী এ বিয়ের আয়োজন করে। 

দেখা যায়, সনাতন রীতি অনুযায়ী বিয়ের সব ব্যবস্থাই করেছেন কমিটির সদস্যরা। প্রথমে ঢুকতেই চোখে পড়ে বিয়ের সুবিশাল গেইট। সেখান থেকে বিয়ের মঞ্চ পর্যন্ত আলোকসজ্জার ব্যবস্থা। আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ কৌতুহল নিয়ে বিয়ের আয়োজন দেখছেন। একপাশে চলছে বিয়ে উপলক্ষে আগত প্রায় ৫ হাজার দর্শনার্থীদের ভোজনের জন্য রান্নার প্রস্তুতি।

সপ্তম শ্রেণি এক ছাত্রী বলেন, আগে কখনো বট পাকুড়ের বিয়ে দেখিনি। আমার পরিবারের সঙ্গে এই বিয়েতে আসলাম। আমার খুব ভালো লেগেছে।  

পরিবার নিয়ে বীরগঞ্জ উপজেলা থেকে আসা একজন বলেন, বিয়ের কথা জানতে পেরে মনে অনেক কৌতুহল ছিল যে কিভাবে এই বট-পাকুড়ের বিয়ে হবে। তাই এখানে পরিবার নিয়ে এসেছি।  

পুরোহিত গণেশ চক্রবর্তী বলেন, বট-পাকুড়ের বিয়ে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের ভারত থেকে প্রচলন হয়ে আসছে। শুধু বট-পাকুড়ই নয়, যেমন ডুমুর-আম্র রোপণ করে বিয়ে দেয়া হয়।  

৩ বছর আগে মন্দির কমিটির পক্ষ থেকে বট ও পাকুড়ের গাছ মন্দির প্রাঙ্গণে রোপণ করা হয়। ধর্মীয় রীতি মতে বট-পাকুড়ের বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়েতে পাশের পরমেশপুর, ইটুয়া, বোয়াইলপাতমা, নোথাবাড়ী ও ইশানপুর গ্রামের ৫ হাজারের বেশি মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি সম্পন্ন করতে সবার সহযোগীতা নেয়া হয়েছে। সবার সহযোগীতায় প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে এই বিয়ের আয়োজন করা হয়েছে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –